Friday, 31 December 2010

ওলামা পরিষদ : সরকারের ওয়াদা ভঙ্গের প্রতিবাদে কাল বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার

জাতীয় শিক্ষানীতি সংশোধন ও ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মো. আফজলের অপসারণের দাবি ক্রমান্বয়ে বাস্তবায়নে সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের প্রতিশ্রুত অবস্থান থেকে সরে যাওয়ার প্রতিবাদে আগামীকাল রাজধানীতে আবারও বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত ওলামা পরিষদ। আগামীকাল বাদ জুমা মুক্তাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। গতকাল সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন খানের বাসভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সরকারপক্ষের দেয়া আশ্বাস তথা সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয় জানানো হয়েছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, পরিষদ নেতা অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মোমতাজ চৌধুরী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার, পরিষদের মহানগরী সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী, সেক্রেটারি মাওলানা সালেহ সিদ্দিকী, মাওলানা আবদুছ ছবুর মাতুব্বার, মাওলানা মুহাম্মদ ফাহিম ছিদ্দীকী, মুফতি মাওলানা নাছির উদ্দিন, মোফাচ্ছির মাওলানা মুহাম্মদ কামরুল হাসান, মাওলানা আবুল হাসান প্রমুখ। নেতারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব দল, গোষ্ঠী ও তাওহিদি জনতাকে ৩১ ডিসেম্বর মুক্তাঙ্গনে অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান।

No comments:

Post a Comment