Thu 1 Apr 2010 9:58 PM BdST
rtnn ঢাকা, ০১ এপ্রিল (আরটিএনএন ডটনেট)-- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১ লাখ ২৪ হাজার পরীক্ষার্থী বেড়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি দেশে শিক্ষার পরিবেশ অনেক উন্নত হয়েছে বলেই প্রমাণ করে।
বৃহস্পতিবার ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
নাহিদ বলেন, যে কোনো সময়ের তুলনায় এখন পরীক্ষা অনেক বেশী সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে।
তিনি বলেন, সারা দেশে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রতি বছরই পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে।
পরীক্ষার কেন্দ্রে বিদ্যুৎ না থাকা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেছে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার পরিবেশ উন্নয়নের ফলে এখন আমরা সুফল পেতে শুরু করেছি।’
নকলকে প্রায় নির্মূল করা হয়েছে দাবি করে নাহিদ বলেন, নকল হলেই কেন্দ্র বাতিল করা হবে। এর সঙ্গে কোনো শিক্ষক জড়িত থাকলে তার এমপিও বাতিল করা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে সকল কেন্দ্রে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়। দুপুর ১টায় শেষ হয় বাংলা ১ম পত্রের পরীক্ষা।
উল্লেখ্য, এবছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডের অধীনে সাত লাখ ৩৬ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ৪ লাখ ৪৬৪ জন ছাত্র ও ৩ লাখ ৩৫ হাজার ৯০৯ জন ছাত্রী।
http://rtnn.net/details.php?id=23210&p=1&s=5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment