Saturday, 3 April 2010

'২০১৩'র মধ্যে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা হবে'

Sat 3 Apr 2010 6:00 PM BdST

rtnn সিলেট, ০৩ এপ্রিল (আরটিএনএন ডটনেট)-- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০১৩ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট এবং ২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুত সরবরাহের জন্য সরকার কাজ করছে।

শনিবার সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রবাসী উদ্যোক্তাদের অর্থায়নে নির্মিত ‘বারকাতুল্লাহ ইলেকট্রো ডাইনামিক’ নামের ৫১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুত প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরকারি-বেসরকারি উদ্যোগে ভাড়া ভিত্তিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের কাজ চলছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইতিমধ্যে ১ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদুত কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এসময় আগামী দুই মাসের মধ্যে আরো প্রায় ১ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্রের কার্যাদেশ দেয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বেসরকারি খাতে আরো প্রায় ৫ হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে।

বিদ্যুত সমস্যা মোকাবেলায় সরকার গত মাসে ৭ হাজার কোটি টাকা ব্যায়ে ৮শ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুত কেন্দ্র স্থাপনের প্রকল্প গ্রহণ করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, 'ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে বিদ্যুত আমদানির উপায় খোঁজার পাশাপাশি ভারত-বাংলাদেশ বিদ্যুত বিনিময় কার্যক্রম নিয়ে দু'দেশের কারিগরি প্রতিনিধি দল কাজ করে যাচ্ছে।'

সার কারখানা বন্ধ করে বিদ্যুত কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহের মাধ্যমে আজ থেকে বিদ্যুত উৎপাদনের ব্যবস্থা শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশবাসী বিদ্যুত ব্যবস্থার উন্নয়ন দেখতে পাবেন।

তিনি বলেন, গ্যাস সঙ্কট মোকাবেলার জন্য সরকার দ্রুততার সঙ্গে এলএনজি গ্যাস (লিকুইড ন্যাচারল গ্যাস) আমদানির চেষ্টা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং জ্বালানী প্রতিমন্ত্রী এনামুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর এটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সিলেট সফর।

আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/আইএইচ/এমএম_১৫৫৪ ঘ.

http://rtnn.net/details.php?id=23257&p=1&s=4

No comments:

Post a Comment