Tue 30 Mar 2010 9:53 PM BdST
rtnn ঢাকা, ৩০ মার্চ (আরটিএনএন ডটনেট)-- জ্বালানি খাতে দুর্ভিক্ষ চলছে দাবি করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিএনজি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সরকারের কাছে প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার সচিবালয়ে এলএনজি টার্মিনাল নির্মাণ নিয়ে জ্বালানি ও বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশে সিএনজি গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক কম উল্লখে করে অর্থমন্ত্রী বলেন, দাম না বাড়িয়ে কোন উপায় নেই। কারণ বিদ্যুতের উৎপাদন খরচ দিন দিন বাড়ছেই।
জ্বালানি খাতে দুর্ভিক্ষ চলছে বলে সরকারের আলাদা কোন উদ্যোগ চোখে পড়ছে না বলেও জানান মন্ত্রী।
মুহিত বলেন, ‘গাড়িতে সিএনজি ব্যবহারের হার অনেক বেড়ে গেছে। এ খাতে সরকার প্রতি বছর বড় অংকের ভর্তুকিও গুণছে। তাই মূল্য বাড়ানো ছাড়া আর কোন উপায় নেই।’
বিগত নয় বছর ধরে বিদ্যুত খাতে কোন উন্নয়ন নেই অভিযোগ করে তিনি বিদ্যুত ব্যবস্থাপনার জন্য বিদ্যুতের দামও বাড়ানোর কথা বলেন।
http://rtnn.net/details.php?id=23136&p=1&s=2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment