হবিগঞ্জ প্রতিনিধি | Prothom-alo তারিখ: ঢাকা, শনিবার, ৩ এপ্রিল ২০১০, ২০ চৈত্র ১৪১৬, ১৭ রবিউস সানি ১৪৩১
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামী জুলাইয়ের মধ্যে দেশে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিগত সাত বছর দুর্বৃত্ত সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে। তারা লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপি সরকারের সমালোচনা করে আবদুল মুহিত বলেন, তাদের আমলে কোনো দরপত্রে ঠিকাদারেরা অংশ নিত না। বর্তমান সরকারের আমলে প্রচুর ঠিকাদার আগ্রহ দেখিয়ে কাজ নিচ্ছেন। তাঁরা জানেন, এ সরকার সৎ ও ন্যায়ের মধ্যে কাজ করে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সিরাজুল হক চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী, আলমগীর ভূঁইয়া, আকবর হোসেন, সজীব আলী, শরীফ উল্লাহ, সেলিম চৌধুরী, মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।
পরে অর্থমন্ত্রী হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন ভবনের উদ্বোধন করেন।
http://www.prothom-alo.com/detail/date/2010-04-02/news/53442
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment