শীর্ষ নিউজ
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে না। কারণ তাদের মন্ত্রিপরিষদেই যুদ্ধাপরাধী রয়েছে। স্বচ্ছভাবে বিচার করতে হলে আগে তাদের বিচার করতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বঙ্গবন্ধু খুনের সঙ্গে জড়িত। এসব খুনির দিক-নির্দেশনায় চলছে সরকার। এদের নিয়ে কিভাবে যুদ্ধাপরাধের বিচার হবে? গতকাল বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গসংগঠন যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ১০ টাকা কেজি দরে জনগণকে চাল খাওয়াবে বলে ক্ষমতায় এসেছিল। কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ। এ ব্যর্থতার দায় নিয়ে তাদের এখনই পদত্যাগ করা উচিত। কৃষক শ্রমিক জনতা লীগের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ। সম্মেলন শেষে জুয়েল খানকে সভাপতি ও খন্দকার মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট যুব আন্দোলনের ও ডিএম শামীম সুমনকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়।
No comments:
Post a Comment